রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

২০টি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংসের দাবি আফগানিস্তানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ১৮:০৪

শেয়ার

২০টি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংসের দাবি আফগানিস্তানের
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে। তিনি জানান, সেই সময় বেশ কয়েকটি সামরিক অস্ত্রও জব্দ করা হয়েছে এবং মোট ২০টি পাকিস্তানি নিরাপত্তা চৌকি ধ্বংস করা হয়েছে।

রবিবার আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিনি আরো জানান, “আমাদের এই প্রতিশোধমূলক হামলার সময় নয়জন আফগান সেনাও শহীদ এবং ১৬ জন আহত হয়েছে।

আফগান সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের মুখপাত্র আরও বলেন যে অভিযানটি কাতার ও সৌদি আরবের অনুরোধে মধ্যরাতে বন্ধ করা হয়েছে। তিনি দাবি করেন যে এই প্রতিক্রিয়ামূলক অভিযান ডুরান্ড লাইন বরাবর পরিচালিত হয়েছে।

এদিকে, আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলে নেয়ার দাবি করেছে পাকিস্তান। শনিবার দুই দেশের সীমান্তবর্তী এলাকায় আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষের পর এ পোস্টগুলো দখলে নেয়া হয় বলে জানায় পাকিস্তানের সেনাবাহিনী।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়, পোস্টে থাকা আফগান তালেবানদের হত্যা করা হয়েছে এবং বাকিরা তাদের জীবন বাঁচাতে পালিয়ে গেছে।

উল্লেখ্য,পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।

এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী।



banner close
banner close