যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও বহু নিখোঁজ হয়েছেন। বিস্ফোরণে একটি সম্পূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি।
শুক্রবার স্থানীয় সময় সকাল আটটার আগে ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় ‘অ্যাকিউরেট অ্যানার্জেটিক সিস্টেমস’ কারখানায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় গণমাধ্যমের খবরে ১৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে। বড় বিস্ফোরণের পর ধারাবাহিকভাবে ছোট ছোট বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে তোলা ঘটনাস্থলের ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে মুচড়ে যাওয়া গড়ি এবং কারখানাটির অবশিষ্ট অংশ দেখা গেছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস সামরিক, মহাকাশ এবং বাণিজ্যিক ধ্বংস বাজারের জন্য বিভিন্ন ধরণের শক্তিশালী পণ্য এবং বিস্ফোরকগুলোর উন্নয়ন, উৎপাদন, পরিচালনা এবং সংরক্ষণে ব্যবহৃত হয়। এটি ১,৩০০ একর জমির উপর অবস্থিত এবং এতে আটটি বিশেষায়িত উৎপাদন ভবন এবং একটি মানসম্পন্ন ল্যাব রয়েছে।
লবেলভিল এলাকার বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিলো, তাদের বাড়িঘর কেঁপে ওঠে। কেউ কেউ বাড়ির সিসিটিভি ক্যামেরায় সেই শব্দ রেকর্ডও করেছেন।
আরও পড়ুন:








