রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে: ইসরায়েলি দূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ১২:৩১

শেয়ার

হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে: ইসরায়েলি দূত
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার

ইউনাইটেড স্টেটসে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৃহস্পতিবার ( অক্টোবর) বৈঠকে বসবে এবং বৈঠকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির তালিকা অনুমোদন করা হবে। ওই অনুমোদনের পরই শুরু হবে ৭২ ঘণ্টার কাউন্টডাউন যার মধ্যে গাজায় আটক থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের হামাসকে মুক্তি দিতে হবে।

লেইটারের ভাষ্য অনুসারে, যদি এই সময়সূচি কার্যকর হয়, তাহলে গাজার জীবিত ইসরায়েলি বন্দিদের মুক্তি রোববার (১২ অক্টোবর) বা সোমবার (১৩ অক্টোবর) মধ্যেই সম্পন্ন হতে পারে।

সিএনএনের সঙ্গে আলাপকালে লেইটার আরও বলেন, তারা আশা করছেন যে এই যুদ্ধবিরতি শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করে দেবে। তবে তিনি সতর্ক করে জানান যে এটি পুরোপুরি নির্ভর করবে হামাস চুক্তির শর্তগুলো কতটা সঠিকভাবে বাস্তবায়ন করে। তিনি বলেন, “এটি মাত্র প্রথম ধাপ; পরবর্তী কয়েক দিনের মধ্যে দেখা লাগবে যে এই প্রথম ধাপ সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে কি না।

লেইটার আরও যোগ করেন, তারা আশা করেন যে যুদ্ধবিরতিটি গাজার জনগণের কল্যাণে কাজ করবে এবং ইসরায়েলের স্বার্থে গাজা পুনর্গঠনের পথ খুলে দেবে।

সূত্র: আল-জাজিরা।



banner close
banner close