রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ট্রাম্পের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি, গাজায় আরও ৪৬ জনকে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ০৬:০৮

শেয়ার

ট্রাম্পের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি, গাজায় আরও ৪৬ জনকে হত্যা
ট্রাম্পের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি, গাজায় আরও ৪৬ জনকে হত্যা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আরও ৪৬ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গতকাল রাতে সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেন।

কিন্তু তার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ আরও ৪৬ জনকে হত্যা করেছে দখলদাররা। এরমধ্যে সর্বশেষ গাজা সিটির তুফ্ফাহ এলাকার একটি বাড়িতে হামলা চালিয়ে একসাথে ১৭ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

আজ যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন ত্রাণ প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

অপরদিকে তুফ্ফার এক বাড়িতেই হামলা চালিয়ে যে ১৭ জনকে ইসরায়েলিরা হত্যা করেছে তাদের মধ্যে নারী শিশুও আছে। এরমধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র মাস।

সূত্র: আলজাজিরা



banner close
banner close