রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১৩:৫০

শেয়ার

গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের খবর প্রকাশ পেয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানের পর এই নির্দেশ কার্যকর করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইডিএফকে হামলা থামানোর নির্দেশ দেন। এটি ঘটে শুক্রবারের দিন। হামলার কারণ মূলত ট্রাম্পের ২০ পয়েন্টের নতুন শান্তি পরিকল্পনা বাস্তবায়ন ও গাজার ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করা।

সংবাদমাধ্যম কান জানিয়েছে, গাজায় আইডিএফ পুরোপুরি অভিযান থামায়নি, বরং তা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। বোমা ও গোলাবর্ষণ বন্ধ হলেও অবস্থান ও টহল অব্যাহত আছে। গত সপ্তাহে ট্রাম্প নতুন শান্তি পরিকল্পনা ঘোষণা করেন, যা প্রকাশের পরই নেতানিয়াহু সম্মতি দেন। হামাস তখনও সাড়া দেয়নি।

তবে শুক্রবারই ট্রাম্প হামাসকে আল্টিমেটাম দেন। তিনি বলেন, যদি রোববারের মধ্যে সাড়া না দেয়, তাহলে ‘নরক’ নেমে আসবে। কয়েক ঘণ্টার মধ্যে হামাসের হাইকমান্ড জানিয়েছে, তারা ট্রাম্পের প্রস্তাব মেনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে রাজি।

এরপর ট্রাম্প আবারও ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, তারা ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতায় প্রস্তুত।



banner close
banner close