যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দেশ এখন মাদক কার্টেলগুলোর সাথে সরাসরি সশস্ত্র সংঘাতে লিপ্ত। মার্কিন কংগ্রেসে পাঠানো এক গোপন নোটিশে এ তথ্য প্রকাশ পেয়েছে।
আর ওই গোপন নোটিশটি পেয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ওই নোটিশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র সংঘাতে জড়িয়ে আছে। তার প্রশাসন এসব কার্টেলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে এবং সন্দেহভাজন পাচারকারীদের অবৈধ যোদ্ধা আখ্যা দিয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রাপ্ত ওই গোপন নোটিশে বলা হয়েছে, গত মাসে টানা তিনটি হামলায় লক্ষ্যবস্তু করা নৌকায় অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন।
ট্রাম্প প্রশাসন দাবি করছে, এসব অভিযান সশস্ত্র সংঘাতের আইন অনুযায়ী বৈধ এবং যুক্তরাষ্ট্রের আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই তা পরিচালিত হয়েছে। তাদের যুক্তি, মাদক কার্টেলগুলোর পাচার কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের সমান।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, মার্কিন সেনাদের কোনও সংঘাত বা শত্রুতামূলক কর্মকাণ্ডে যুক্ত করা হলে কংগ্রেসকে সে বিষয়ে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে।
নোটিশে ট্রাম্প আরও জানিয়েছেন, মাদকপাচারে জড়িত এসব কার্টেল হলো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী এবং তাদের কার্যক্রমকে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হিসেবে বিবেচনা করছেন। আর এই অবস্থাকে তিনি অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত বলেও আখ্যা দিয়েছেন।
তবে নোটিশে কোনো কার্টেলের নাম উল্লেখ করা হয়নি কিংবা কাদের অবৈধ যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হবে, তার মানদণ্ডও স্পষ্ট করা হয়নি।
আরও পড়ুন:








