রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ০৭:০২

শেয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসী আটক
বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার তেরেঙ্গানু পার্হেন্তিয়ান দ্বীপপুঞ্জে সমন্বিত অভিযানে বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

২৯ সেপ্টেম্বর পুত্রাজায়ার গোয়েন্দা বিশেষ অপারেশন বিভাগ, তেরেঙ্গানু জাতীয় নিরাপত্তা পরিষদ (এমকেএন), রাজ্য মেরিন পার্ক অফিস মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় ৯টি স্থাপনা তল্লাশি করে মোট ৯৯ জনকে যাচাই করা হয়।

গ্রেফতারদের মধ্যে জন বাংলাদেশি, জন পাকিস্তানি জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া অবৈধ অভিবাসীদের সহায়তার অভিযোগে দুই স্থানীয়কে নোটিশ দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিকে অবৈধ অভিবাসন সংশ্লিষ্ট হুমকি থেকে সুরক্ষিত রাখতেই এই অভিযান পরিচালিত হয়েছে এবং ধরনের অভিযান চলমান থাকবে।



banner close
banner close