সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাজেট নিয়ে অচলাবস্থায় আবারো শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ১১:৪১

শেয়ার

বাজেট নিয়ে অচলাবস্থায় আবারো শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র
ছবি: সংগ্রি

বাজেট নিয়ে অচলাবস্থার জেরে শাটডাউনের আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে সিনেট বাজেটের অস্থায়ী বিল পাসে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকার এই দেশটি এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

যদিও শাটডাউন এড়াতে শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতার চেষ্টা চলছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, মধ্যরাতের আগেই সরকার শাটডাউনের শঙ্কায় দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। কারণ সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে বাজেটের অস্থায়ী বিল পাসে ব্যর্থ হয়েছে দেশটির সিনেট।

ডেমোক্র্যাটদের সমর্থিত এ প্রস্তাবে সরকারি ব্যয় বাড়ানোর পাশাপাশি প্রায় এক ট্রিলিয়ন ডলারের স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছিলো। কিন্তু ৬০ ভোটের প্রয়োজন থাকলেও বিলটি ৪৭৫৩ ভোটে প্রত্যাখ্যাত হয়েছে।

অবশ্য এখনো মধ্যরাত পর্যন্ত সময় আছে সমঝোতায় পৌঁছানোর। ডেমোক্র্যাটরা চাইছে বাজেটের সঙ্গে স্বাস্থ্যসেবা সংস্কার যুক্ত করতে। অন্যদিকে রিপাবলিকানরা চাইছে পরিষ্কার একটি বাজেট বিল যেখানে কোনো নীতিগত পরিবর্তন থাকবে না।

এদিকে অচলাবস্থার দায় চাপাতে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই সরকারি মাধ্যমগুলো ব্যবহার শুরু করেছে। যুক্তরাষ্ট্রের আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের (এইচইউডি) ওয়েবসাইটে প্রবেশ করলেই দেখা যাচ্ছে একটি সতর্কবার্তা। সেখানে বলা হচ্ছে ‘র‌্যাডিকাল বামপন্থিরা সরকারের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে। যদি তারা তাদের দেড় ট্রিলিয়ন ডলারের ইচ্ছাপূরণের তালিকা না পায়, তবে আমেরিকান জনগণকে ভোগান্তির মুখে ফেলবে।’

বার্তায় আরও বলা হয়, জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ট্রাম্প প্রশাসন সরকার সচল রাখতে চায়।



banner close
banner close