সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ইউক্রেনে ন্যায়সঙ্গত যুদ্ধ জয় করছে রাশিয়া: প্রেসিডেন্ট পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪৯

শেয়ার

ইউক্রেনে ন্যায়সঙ্গত যুদ্ধ জয় করছে রাশিয়া: প্রেসিডেন্ট পুতিন
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী একটি ন্যায়সঙ্গত যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এতে তারা জয়লাভ করছে।

মূলত সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রুশ বাহিনী বেশ অগ্রগতি অর্জন করেছে এবং এর মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, ‘আমাদের যোদ্ধা ও কমান্ডাররা আক্রমণ চালিয়ে যাচ্ছেন, পুরো দেশ, সমগ্র রাশিয়া এই ন্যায়সঙ্গত যুদ্ধে লড়ছে এবং কঠোর পরিশ্রম করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং আমাদের ঐতিহাসিক ঐক্য রক্ষা করছি। আমরা লড়ছি এবং জয়লাভ করছি।’

অবশ্য দীর্ঘ আড়াই বছর ধরে চলা এই যুদ্ধের কোনো শেষ দেখা যাচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি এ নিয়ে আলাদাভাবে পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

ওপেন সোর্স যুদ্ধক্ষেত্রের মানচিত্র অনুযায়ী, রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক লাখ ১৪ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা দেশের মোট ভূখণ্ডের প্রায় ১৯ শতাংশ। এর মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ এবং পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বড় অংশও রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প তার পূর্বের অবস্থান থেকে সরে এসে বলেন, ইউক্রেনের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের সুযোগ আছে। ওয়াশিংটনও জানিয়েছে, তারা কিয়েভের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের অনুরোধ বিবেচনা করছে। মূলত এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানা সম্ভব।

এদিকে যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় আরও দুটি গ্রাম তাদের নিয়ন্ত্রণে এসেছে।

এ বিষয়ে ইউক্রেনীয় কর্মকর্তারা সরাসরি মন্তব্য না করলেও প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, দোনেৎস্কের ডোব্রোপিলিয়া শহরের কাছে কিয়েভের পাল্টা আক্রমণ কিছুটা অগ্রগতি অর্জন করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বাহিনী এখন শান্দ্রিগোলোভে এবং জারিচনে নামের দুটি গ্রাম নিয়ন্ত্রণ করছে। দুটি গ্রামই স্লোভিয়ানস্ক শহরের উত্তর-পূর্বে অবস্থিত।



banner close
banner close