সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৭

আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৭

শেয়ার

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাব
সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক যৌথ সংবাদ সম্মেলনে প্রস্তাব তুলে ধরেন।

এর আগে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনে প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনো ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, গাজা একটি অস্থায়ী সরকারের অধীনে পরিচালিত হবে এবং ইসরাইয়েল উপত্যকাটি দখল করবে না।

কাউকে গাজা ত্যাগ করতে বাধ্য করা হবে না। গাজা পুনর্নির্মাণ করা হবে। যদি উভয় পক্ষ এই প্রস্তাব মেনে চলে, যুদ্ধ অবিলম্বে শেষ হবে। হামাস সব জিম্মিকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দেবে।

আর ইসরায়েল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এর সঙ্গে ২০২৩ সালের অক্টোবরের পর আটক এক হাজার ৭০০ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে।

সময়ে ইসরাইলি সেনাদের ধাপে ধাপে পূর্ণ প্রত্যাহারের প্রস্তুতির জন্য সমস্ত সামরিক কার্যক্রম স্থগিত থাকবে।

শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হামাস সদস্যরা মুক্তি পাবেন। অন্যদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হবে।

আঞ্চলিক আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে। নির্ধারিত মাত্রায় ত্রাণ গাজায় যাবে।

যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ইসরায়েলিদের মধ্যে সহাবস্থানের জন্য আলাপ-আলোচনা সহজ করবে।



banner close
banner close