রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মার্কিন ছয়টি কোম্পানির ওপর চীনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৩

শেয়ার

মার্কিন ছয়টি কোম্পানির ওপর চীনের নিষেধাজ্ঞা
ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছয়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। খবর জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, তিনটি মার্কিন কোম্পানিকে চীনেরঅনির্ভরযোগ্য সত্তার তালিকায়যুক্ত করা হয়েছে, যা কার্যকরভাবে তাদের বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য থেকে নিষিদ্ধ করেছে।

মন্ত্রণালয় বলেছে, ‘কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে তথাকথিত সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত হয়েছে, যা চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।

চীনেরঅনির্ভরযোগ্য সত্তার তালিকায়যুক্ত করা কোম্পানিগুলো হলো, মনুষ্যবিহীন যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান সারনিক টেকনোলজিস, স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি অ্যারকম এবং সাবসি ইঞ্জিনিয়ারিং ফার্ম ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল।

পৃথকভাবে আরও তিনটি মার্কিন কোম্পানিকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েয়ে। ফলে তারা সামরিক বেসামরিক উভয় ক্ষেত্রেইদ্বৈত ব্যবহারেরপণ্যের চীনা চালান গ্রহণ করতে পারবে না।

কোম্পানিগুলো হলো, সামরিক জাহাজ নির্মাতা হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাসিলিটিস ম্যানেজার প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ এবং ইন্টেলিজেন্স ফার্ম গ্লোবাল ডাইমেনশনস।

এই তিন কোম্পানিচীনের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থকে বিপন্ন করছেবলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

সূত্র : এপি



banner close
banner close