সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ করলে কখনোই স্থিতিশীলতা পাবে না ইসরায়েল: ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৩৯

শেয়ার

প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ করলে কখনোই স্থিতিশীলতা পাবে না ইসরায়েল: ম্যাক্রোঁ
ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থায়ী যুদ্ধ চলতে থাকলে ইসরায়েল কখনোই নিরাপত্তা বা স্থিতিশীলতা অর্জন করতে পারবে না। এমনটাই বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

একইসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই। ফিলিস্তিন, লেবানন ও অন্য আঞ্চলিক পক্ষের সঙ্গে সংঘাত কেবল অস্থিতিশীলতাই বাড়ায়।

ম্যাক্রোঁ বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে স্থায়ী যুদ্ধ চললে ইসরায়েলের কোনো নিরাপত্তা বা স্থিতিশীলতা থাকবে না।’

তিনি আরও জানান, গাজা যুদ্ধের অবসান ঘটাতে এবং দ্বিরাষ্ট্র সমাধান রক্ষা করতে মঙ্গলবার একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনা গৃহীত হয়েছে। এই উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং বলেন, জাতিসংঘের ১৪২টি সদস্য রাষ্ট্র নিউইয়র্ক ডিক্লারেশন-এ স্বাক্ষর করেছে। আর এই শান্তি প্রচেষ্টায় ফ্রান্স ও সৌদি আরব নেতৃত্ব দিয়েছে।

সিরিয়া প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, ‘আসাদ সরকার পতনের পর দেশটিকে তার ঐক্য ও সার্বভৌমত্ব ফিরে পেতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ফ্রান্স এমন রাজনৈতিক রূপান্তরকে সমর্থন করে যা সিরিয়ার নাগরিক সমাজের সব অংশকে সম্মান করে।

তার মতে, অন্তর্ভুক্তিমূলক শাসনই দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে এবং পূর্ণ সার্বভৌমত্ব পুনরুদ্ধার সম্ভব করে তুলতে পারে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে না এলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

ইউক্রেন প্রসঙ্গে ম্যাক্রোঁ ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, প্যারিস ও লন্ডন যৌথভাবে ৩৫ দেশের একটি জোট গড়ে তুলেছে, যারা কিয়েভকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা দেবে।



banner close
banner close