সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ইউক্রেন রাশিয়ার কাছ থেকে পুরো ভূখণ্ড ফিরে পেতে পারে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৫০

শেয়ার

ইউক্রেন রাশিয়ার কাছ থেকে পুরো ভূখণ্ড ফিরে পেতে পারে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে নাটকীয় পরিবর্তন এসেছে। জাতিসংঘে ভাষণের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছেন, ইউক্রেন চাইলে রাশিয়ার কাছ থেকে তার মূল ভূখণ্ড ফিরে পেতে পারে।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ইউক্রেন চাইলে তার মূল ভূখণ্ড ফিরে পেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। আর এটি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিষয়ে তার অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মঙ্গলবার তিনি লিখেছেন, ইউরোপ ও ন্যাটোর সহায়তায় ইউক্রেন যেখান থেকে যুদ্ধ শুরু হয়েছিলো সেখানকার মূল সীমান্ত ফিরে পেতে পারে, কারণ রাশিয়ার অর্থনীতি চাপে রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেয়ার পর নিউইয়র্কে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই ট্রাম্প এ মন্তব্য করেন। মূলত ট্রাম্প সবসময় যুদ্ধ শেষ করার আগ্রহ প্রকাশ করেছেন, তবে আগে তিনি সতর্ক করেছিলেন যে এর জন্য ইউক্রেনকে হয়তো কিছু ভূখণ্ড ছাড়তে হবে। তবে জেলেনস্কি বরাবরই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।



banner close
banner close