রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ট্রাম্প-জিনপিংয়ের ফোনালাপে টিকটক চুক্তিতে অগ্রগতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৪

শেয়ার

ট্রাম্প-জিনপিংয়ের ফোনালাপে টিকটক চুক্তিতে অগ্রগতি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সাম্প্রতিক ফোনালাপে টিকটক চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। দুই শীর্ষ নেতা আগামী ছয় সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ার সিউলে বৈঠক করবেন বলেও ঘোষণা দেয়া হয়েছে।

এটি ছিলো তিন মাস পর দুই নেতার প্রথম ফোনালাপ। প্রায় দুই ঘণ্টার এই আলাপচারিতায় টিকটক ইস্যু ছাড়াও বাণিজ্য, ফেন্টানিল সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়।

ট্রাম্প জানিয়েছেন, শি জিনপিং প্রাথমিকভাবে টিকটক চুক্তির অনুমোদন দিয়েছেন। তবে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে সরাসরি চুক্তির কথা উল্লেখ করা হয়নি।

মার্কিন কংগ্রেস আগেই আইন পাস করেছে, আগামী জানুয়ারি পর্যন্ত টিকটকের মার্কিন সম্পদ বিক্রি না হলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে। ফলে ট্রাম্প-শি ফোনালাপকে সংকট সমাধানের বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

দুই নেতা আগামী অক্টোবরের শেষ সপ্তাহে দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে মুখোমুখি বৈঠক করবেন। এ ছাড়া ট্রাম্প আগামী বছর চীন সফরের পরিকল্পনা করছেন এবং পরে শি যুক্তরাষ্ট্র সফরে আসবেন বলে নিশ্চিত করেছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, টিকটকের মার্কিন সম্পদ যুক্তরাষ্ট্রভিত্তিক মালিকদের কাছে হস্তান্তর করা হবে। যদিও অ্যালগরিদম ব্যবহারে এখনো বাইড্যান্সের ভূমিকা থাকবে। এ বিষয়টি নিয়েই সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন আইনপ্রণেতারা আশঙ্কা করছেন, এর মাধ্যমে চীন মার্কিন ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাতে পারে।



banner close
banner close