মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

উত্তাল ফ্রান্স, রাস্তায় লক্ষাধিক শ্রমজীবী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৪

শেয়ার

উত্তাল ফ্রান্স, রাস্তায় লক্ষাধিক শ্রমজীবী
ছবি: সংগৃহীত

সরকারি বাজেট সংকোচন নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয় আন্দোলনকারীদের।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশজুড়ে মিছিলে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার লক্ষাধিক শ্রমজীবী মানুষ।

আগের সরকারের বাজেট বাতিল করে জনসেবা খাতে বাজেট বাড়ানো, ধনীদের কর বৃদ্ধি এবং পেনশনের দাবীতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। প্যারিসে আন্দোলনের এক পর্যায়ে টিয়ারশেল ছোঁড়ে পুলিশ।

এসময় সংঘর্ষে আহত হয়েছে অন্তত তিনজন এবং গ্রেফতার করা করা হয়েছে প্রায় দেড়শোজনকে, জানায় ফরাসী মিডিয়া। আন্দোলন প্রতিরোধে এদিন প্রায় ৮০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিলো শহরজুড়ে।



banner close
banner close