মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

ট্রাম্পের হেলিকপ্টারের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:০৬

শেয়ার

ট্রাম্পের হেলিকপ্টারের জরুরি অবতরণ
হেলিকপ্টার থেকে নামছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জরুরি অবতরণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার। যুক্তরাজ্যের চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরের যাওয়ার পথে এটি জরুরি অবরুণ করে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফক্স নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারীমেরিন ওয়ানহেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে। হেলিকপ্টারটিতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, হেলিকপ্টারটিতে একটি ছোট ধরনের হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। পাইলটরা অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার আগেই একটি স্থানীয় বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ফার্স্ট লেডি নিরাপদে অন্য একটি হেলিকপ্টারে করে যাত্রা চালিয়ে যান।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনায় ট্রাম্প নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ২০ মিনিট পরে গন্তব্যে পৌঁছান। হোয়াইট হাউস বিলম্বের সুনির্দিষ্ট কারণ জানায়নি।

হেলিকপ্টার উড্ডয়নের কিছু সময় পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হালকা রসিকতা করে বলেন, আশা করি সবাই এয়ার ফোর্স ওয়ানে করে নিরাপদে বাড়ি ফিরবেন। তিনি আরও মজা করে বলেন, জানেন আমি কেন এটা বলছি? কারণ আমি এই ফ্লাইটে আছি। অন্যথায়, আমি তো পরোয়া করতাম না।

এই সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মধ্যে একটি নতুন প্রযুক্তি চুক্তি স্বাক্ষর হয়। উভয় নেতা জানান, এই চুক্তি দুই দেশকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্বে পৌঁছাতে সহায়তা করবে।



banner close
banner close