মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

দিল্লির লালকেল্লার দেয়ালে বায়ুদূষণের কালো ছাপ; ক্ষতির মুখে ঐতিহাসিক স্থাপনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৭

শেয়ার

দিল্লির লালকেল্লার দেয়ালে বায়ুদূষণের কালো ছাপ; ক্ষতির মুখে ঐতিহাসিক স্থাপনা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির ভয়াবহ বায়ুদূষণের কারণে মুঘল আমলের ঐতিহাসিক লালকেল্লার লাল বেলেপাথরের দেয়ালে কালো আস্তরণ জমেছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বাতাসের দূষক কণার রাসায়নিক বিক্রিয়ায় এই আস্তরণ ০ ডোষোমীক ০৫ থেকে ০ ডোষোমীক ৫ মিলিমিটার পর্যন্ত পুরু হয়েছে।

গবেষকরা সতর্ক করেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে লালকেল্লার সূক্ষ্ম খোদাই ও নকশা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা বিশেষ সুরক্ষা উপাদান ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এটি লালকেল্লার ওপর দূষণের প্রভাব নিয়ে প্রথম পূর্ণাঙ্গ গবেষণা।

বিশ্বের অন্যতম দূষিত শহর দিল্লিতে এর আগেও দূষণে তাজমহলের রং বদলে যাওয়ার ঘটনা ঘটেছে। সংরক্ষণবিদরা বলছেন, ভারতের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো দূষণের বড় হুমকির মুখে রয়েছে।



banner close
banner close