যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চুক্তি হওয়ার ফলে জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে চালু থাকবে। এমন কথাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন মালিকানায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরাই প্রাধান্য পাবেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হোয়াইট হাউজ থেকে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘টিকটক নিয়ে আমাদের চুক্তি হয়েছে। আমি চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি। শুক্রবার প্রেসিডেন্ট শি’র সাথে কথা বলে বিষয়টি চূড়ান্ত করবো।’
এর আগে চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করতে বা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিতে বলা হয়েছিলো।
তবে জানুয়ারি থেকে কয়েক দফা টিকটক নিষেধাজ্ঞার ঘোষণা দিলেও ট্রাম্প তা বারবার পিছিয়ে দিয়েছেন। মঙ্গলবারও তিনি সময়সীমা বাড়িয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত করেছেন। ট্রাম্প জানান, শিগগিরই নতুন ক্রেতার নাম ঘোষণা করা হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, আলোচনার অংশ হিসেবে টিকটকের যুক্তরাষ্ট্র শাখার মালিকানা যাবে একটি বিনিয়োগকারী কনসোর্টিয়ামের হাতে। এতে প্রযুক্তি কোম্পানি ওরাকল, প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আন্দ্রেসেন হরোভিৎজ অংশ নেবে।
চুক্তির অধীনে নতুন একটি মার্কিন প্রতিষ্ঠান গঠিত হবে। এতে প্রায় ৮০ শতাংশ শেয়ার থাকবে মার্কিন বিনিয়োগকারীদের হাতে। বোর্ডেও প্রাধান্য থাকবে আমেরিকানদের, যেখানে একজন সদস্য মনোনীত করবে মার্কিন সরকার।
আরও পড়ুন:








