মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বামপন্থী সন্ত্রাস দমনের ঘোষণা হোয়াইট হাউজের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৩৩

আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৫২

শেয়ার

বামপন্থী সন্ত্রাস দমনের ঘোষণা হোয়াইট হাউজের
ছবি: সংগৃহীত

ডানপন্থি কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এমন অবস্থায় হোয়াইট হাউজ জানিয়েছে, তারা বামপন্থী সন্ত্রাসী নেটওয়ার্ক দমনে কঠোর ব্যবস্থা নেবে।

তবে সমালোচকরা আশঙ্কা করছেন, এ পদক্ষেপ ভিন্নমত দমনের হাতিয়ার হয়ে উঠতে পারে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ডানপন্থি কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় তথাকথিত বৃহৎ দেশীয় সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। সোমবার কার্কের নিজস্ব পডকাস্টে এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং হোয়াইট হাউজের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেন, ‘যে সংগঠিত প্রচারণা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার বিরুদ্ধে আমাদের যে ক্ষোভ আমরা তা কাজে লাগিয়ে এসব সন্ত্রাসী নেটওয়ার্ক গুঁড়িয়ে দেবো। এটা ঘটবেই, আর আমরা তা করব চার্লির নামে।’

যদিও তদন্তকারীরা এখনো কার্ক হত্যার পেছনের উদ্দেশ্য প্রকাশ করেননি, তবু ডানপন্থিদের অনেকেই এর জন্য বামপন্থি মতাদর্শকে দায়ী করছেন। মিলার ও ভ্যান্স দুজনেই দাবি করেন, বামপন্থী উগ্রপন্থি আন্দোলনই মূল হুমকি। আর এবার সেটিকেই টার্গেট করবে প্রশাসন।

ভ্যান্স বলেন, ‘আমরা সেই এনজিও নেটওয়ার্কের দিকে যাব, যারা সহিংসতা উসকে দেয়, সহায়তা করে এবং তাতে জড়িত থাকে। তবে পুলিশ জানিয়েছে, হামলাকারী একাই হামলা চালিয়েছে বলে তাদের ধারণা।’

এদিকে কার্ক হত্যার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের আগেই এমন রাজনৈতিক বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। অনেক সমালোচক আশঙ্কা করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সুযোগে ভিন্নমত দমন করতে পারে।



banner close
banner close