ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থান ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে ২৭ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে নেতৃত্ব দেয়ার দায়ে তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়।
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারকের একটি বেঞ্চ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে।
এর কয়েক ঘণ্টা আগেই তারা বলসোনারোকে ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে নেতৃত্ব দেয়ার দায়ে দোষী সাব্যস্ত করেছিলেন।
পাঁচ বিচারকের মধ্যে চারজন তাকে দোষী সাব্যস্ত করেন, একজন খালাসের পক্ষে ভোট দেন। রায় ঘোষণার পর বলসোনারোর আইনজীবীরা এটিকে অতিরিক্ত কঠোর বলে উল্লেখ করেন এবং আপিলের ঘোষণা দেন।
সুপ্রিম কোর্ট একইসঙ্গে তাকে ২০৩৩ সাল পর্যন্ত সব ধরনের সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে।
৭০ বছর বয়সী বলসোনারো বর্তমানে গৃহবন্দি আছেন। পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় আদালত তাকে আগে থেকেই এভাবে আটক করেছিলেন। তবে তিনি রায়ের শেষ ধাপের শুনানিতে সরাসরি উপস্থিত ছিলেন না।
বলসোনারো আগে থেকেই দাবি করে আসছেন যে এই বিচার তার ২০২৬ সালের নির্বাচনে অংশ নেয়া ঠেকানোর জন্য সাজানো হয়েছে। তিনি এটিকে ‘ডাইনি খোঁজা’ বলেও অভিহিত করেছেন।
তার এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনাকে নিজের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন, ‘আমার সঙ্গেও এমন করার চেষ্টা হয়েছিলো, তবে তারা সফল হয়নি।’
আরও পড়ুন:








