মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

আটকে পড়া বিদেশিদের দ্রুত সহায়তা চাইতে বললো নেপালের সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪৯

শেয়ার

আটকে পড়া বিদেশিদের দ্রুত সহায়তা চাইতে বললো নেপালের সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

নেপালে চলমান বিক্ষোভ ও অস্থিরতায় বিদেশি নাগরিকরা ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের নিকটস্থ নিরাপত্তা বাহিনীর কাছে সহায়তা চাইতে আহ্বান জানিয়েছে নেপালের সেনাবাহিনী।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমলয়ান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, চলমান জটিল পরিস্থিতির মধ্যে নেপালে আটকে পড়া বিদেশি নাগরিকদের নিকটস্থ নিরাপত্তা সংস্থার কাছ থেকে দ্রুত সহায়তা নিতে আহ্বান জানিয়েছে নেপালি সেনাবাহিনী।

সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধার বা জরুরি সহায়তার অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকরা যেনো সরাসরি মাঠে মোতায়েন নিরাপত্তা সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।

বিবৃতিতে হোটেল, পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বয় বাড়ানোরও আহ্বান জানানো হয়, যাতে বিদেশি নাগরিকদের দ্রুত সহায়তা নিশ্চিত করা যায়।



banner close
banner close