ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত একদিনে ইসরায়েলি বর্বরতায় আরও অন্তত ৫০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ত্রাণের আশায় উপত্যকাটির দক্ষিণে জড়ো হওয়া ফিলিস্তিনিরাও রয়েছেন।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলায় যখন বিশ্বের দৃষ্টি ছিলো, ঠিক তখনই মঙ্গলবার অব্যাহত বোমাবর্ষণে গাজায় আরও অন্তত ৫০ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
নিহতদের মধ্যে দক্ষিণ গাজায় ত্রাণের আশায় জড়ো হওয়া নয়জন ফিলিস্তিনিও রয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজাবাসীকে দক্ষিণে চলে যেতে হুঁশিয়ারি দেয়ার পরও ইসরায়েল সেখানেও আক্রমণ জোরদার করেছে।
ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, গাজার বন্দর এলাকায় বাস্তুচ্যুত পরিবারের একটি অস্থায়ী তাঁবুতে ড্রোন হামলায় দুই বেসামরিক নিহত ও অনেকে আহত হয়েছেন। এ ছাড়া যুদ্ধবিমান একাধিক আবাসিক ভবন, আল-মুখাবারাত এলাকার চারটি বাড়ি ও গাজা সিটির উত্তর-পশ্চিমের জিদান ভবনে হামলা চালায়।
দেইর আল-বালাহর তালবানি এলাকায় আরেকটি বাড়ি ধ্বংস করা হয়। তুফাহর আজ-জারকা অঞ্চলে বেসামরিকদের ওপর আক্রমণে দুই তরুণ নিহত হন।
আরও পড়ুন:








