সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

যুক্তরাষ্ট্রে চুরি করতে গিয়ে ধরা ভারতীয় নারী, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩৬

শেয়ার

যুক্তরাষ্ট্রে চুরি করতে গিয়ে ধরা ভারতীয় নারী, ভিডিও ভাইরাল
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নামকরা ডিসকাউন্ট স্টোর টার্গেট- চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এক ভারতীয় নারী। চলতি বছরের ১৫ জানুয়ারির ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এনডিটিভি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি ফুঁপিয়ে কাঁদছিলেন এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পুলিশ তাকে শান্ত হতে অনুরোধ করে বলে, “বড় করে নিঃশ্বাস নিন। এভাবে কাঁদতে থাকলে কথা বলা সম্ভব নয়।পুলিশ তার ভাষা জানার চেষ্টা করলে তিনি জানান, মাতৃভাষা গুজরাটি, ইংরেজি ভালো জানেন না।

দোকানের কর্মীরা পুলিশকে জানান, ওই নারী টার্গেটের নিয়মিত ক্রেতা হলেও এবারই প্রথম চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। পরে তারা সিসিটিভি ফুটেজ দেখান। ফুটেজে দেখা যায়, নারীটি এক কার্টভর্তি বিভিন্ন জিনিস নিয়ে কোনো মূল্য পরিশোধ না করেই দোকান থেকে বেরিয়ে যাচ্ছেন। এতে হতবাক হয়ে পুলিশ জিজ্ঞেস করে, “তিনি শুধু কার্ট ভরে বেরিয়ে গেলেন?”

জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেন, কিছু জিনিসপত্র তিনি পুনরায় বিক্রি করার পরিকল্পনা করেছিলেন। পুলিশ তাকে জানায়, ঘটনায় আদালতে হাজিরা দিতে হবে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের একটি টার্গেট স্টোর থেকেও এক ভারতীয় নারীকে গ্রেপ্তার করা হয় প্রায় ১১ লাখ রুপির সমমূল্যের পণ্য চুরির অভিযোগে। তিনি প্রায় সাত ঘণ্টা ধরে কার্টে জিনিস ভরে টাকা না দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। গ্রেপ্তারের পর পুলিশ কর্মকর্তার এক প্রশ্ন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়ভারতে কি চুরি করার অনুমতি আছে? আমার তো তা মনে হয় না।



banner close
banner close