ভারতের বিহারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়তে হল কংগ্রেস সংসদ সদস্য তারিক আনোয়ারকে। অসুস্থ হয়ে পড়ায় স্থানীয়রা তাকে জলাবদ্ধ এলাকা পার করিয়ে দেন। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।
সোমবার (৮ সেপ্টেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কাটিহার থেকে নির্বাচিত এই এমপি দুই দিনের সফরে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ট্রাক্টর, নৌকা ও মোটরসাইকেল ব্যবহার করেন। তবে এক পর্যায়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়লে গ্রামবাসীরা তাকে কাঁধে তুলে জলাবদ্ধ রাস্তা পার করান।
কাটিহার জেলা কংগ্রেস সভাপতি সুনীল যাদব বলেন, “আমরা ট্রাক্টর, নৌকা ও বাইক ব্যবহার করেছিলাম। কিন্তু ট্রাক কাদায় আটকে যায়। এরপর প্রায় দুই কিলোমিটার হাঁটার সময় আনোয়ার সাহেবের মাথা ঘুরছিল। তখন গ্রামবাসীরা ভালোবাসা থেকে তাকে তুলে নেয়।”
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তাকে পিঠে নিয়েছেন, পেছন থেকে অন্যরা ধরে রেখেছেন যাতে পড়ে না যান। একজন পুলিশ কর্মকর্তাকেও সহায়তা করতে দেখা যায়।
ঘটনাটি নিয়ে বিতর্ক উঠলেও আনোয়ার এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারের কাছে দ্রুত ত্রাণ সহায়তার আবেদন জানান।
অন্য একটি ছবিতে দেখা যায়, তিনি হাঁটছেন, পাশে পুলিশ কর্মকর্তা ছাতা ধরে রেখেছেন। আরেকটি ভিডিওতে ট্রাক্টরে বসা অবস্থায়ও তাকে রোদ থেকে বাঁচাতে কয়েকজন ছাতা ধরেছেন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, গঙ্গা, কোসি, গণ্ডক ও ঘাঘরা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিহারের বন্যা পরিস্থিতি এখনও সংকটজনক।
আরও পড়ুন:








