সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ; বহু হতাহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৮

শেয়ার

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ; বহু হতাহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে ঘটে এই বিস্ফোরণ। এতে কমপক্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

বাজৌরের পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক স্থানীয় সংবাদমাধ্যম ডনকে জানান, আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, যাদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি ছিল একটি পরিকল্পিত হামলা, যেখানে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করা হয়। বিস্ফোরণটি উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হয়েছে বলে তারা মনে করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলা চলার সময় হঠাৎ করে প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। মাঠ কেঁপে ওঠে এবং উপস্থিত জনতার মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানে একাধিক হামলার ঘটনায় দেশটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। জনসমাগম ও ক্রীড়া ইভেন্টে এ ধরনের হামলা নতুন করে সেই উদ্বেগকে উসকে দিয়েছে।



banner close
banner close