সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নাইজেরিয়ার বোকো হারামের হামলায় নিহত ৫৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৫৮

আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৫৯

শেয়ার

নাইজেরিয়ার বোকো হারামের হামলায় নিহত ৫৫
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যের দারুল জামা গ্রামে বোকো হারামের সশস্ত্র হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। হামলাটি ঘটে শুক্রবার রাতে, যখন মোটরসাইকেলে আসা জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেয়।

দারুল জামা, যা ক্যামেরুন সীমান্তের কাছে অবস্থিত, সেখানকার বাসিন্দারা কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি নিজ গ্রামে ফিরে এসেছিলেন।

সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম জানান, নিহতদের মধ্যে ৬ জন সেনাসদস্য রয়েছেন। তবে গ্রামের ঐতিহ্যবাহী প্রধান রয়টার্সকে জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অনেক মানুষ এখনো নিখোঁজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা করে, নারীদের ছেড়ে দেয়। কমপক্ষে ২০টি বাড়ি ও ১০টি বাস আগুনে পুড়ে গেছে।

এই এলাকাটি বর্তমানে বোকো হারাম কমান্ডার আলী গুলদের নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার আগে তিন দিন ধরে সেনাবাহিনীকে সতর্ক করা হলেও কোনো অতিরিক্ত বাহিনী পাঠানো হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা বাবাগানা মালা।

নিহতদের অনেকেই বামা শহরের একটি বাস্তুচ্যুতদের ক্যাম্প থেকে সম্প্রতি স্থানান্তরিত হয়েছিলেন। সরকার ওই ক্যাম্পটি এ বছর বন্ধ করে দিয়েছিল।

একজন শোকাহত মা হাজ্জা ফাতি বলেন, 'সরকার আমাদের নিরাপত্তার আশ্বাস দিয়ে এখানে ফিরিয়ে এনেছিল। এখন আমরা আবার আমাদের স্বজনদের দাফন করছি।'

এই হামলা নাইজেরিয়ার বাস্তুচ্যুতদের পুনর্বাসন নীতির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

২০০৯ সাল থেকে বোকো হারাম উত্তর-পূর্ব নাইজেরিয়ায় খেলাফত প্রতিষ্ঠার জন্য রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাচ্ছে, যার ফলে প্রায় ৪০ হাজার মানুষ নিহত এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।



banner close
banner close