ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে চলমান বিক্ষোভে এবার প্রতিবেশী দেশগুলোর নাগরিকরাও সংহতি প্রকাশ করেছেন। জনপ্রিয় ডেলিভারি অ্যাপ গ্র্যাব ও গোজেকের মাধ্যমে তারা বিক্ষোভকারীদের জন্য খাবার ও প্রয়োজনীয় পণ্য অর্ডার করছেন।
বিক্ষোভের সূত্রপাত ঘটে গত ২ সেপ্টেম্বর। সেদিন গোজেক চালক আফফান কুরনিয়াওয়ান পুলিশের গাড়িচাপায় নিহত হন। এ ঘটনার পর জনরোষ ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন তীব্র আকার ধারণ করে। সরকারি ভবন ও অবকাঠামোতেও হামলা চালানো হয়। এ পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে।
প্রতিবেশী দেশগুলোর নাগরিকরা #SEAblings হ্যাশট্যাগ ব্যবহার করে ইন্দোনেশিয়ার বিক্ষোভকারীদের সমর্থন জানাচ্ছেন। ফিলিপাইনের সেবু দ্বীপের বাসিন্দা তারা (৩৪) জাকার্তায় একাধিকবার খাবার ও পানীয় পাঠিয়েছেন। তিনি অনলাইনে অন্যদেরও সাহায্যের নির্দেশিকা শেয়ার করেছেন। মালয়েশিয়ার শিক্ষার্থী আয়মান হারিজ মুহাম্মদ আদিব বলেন, “অন্যায়ের বিরুদ্ধে তাদের সাহস আমাদের অনুপ্রাণিত করেছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিদেশ থেকে পাঠানো খাবার হাতে পেয়ে অনেক রাইডার আবেগে কেঁদে ফেলছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছেন বিক্ষোভকারীরাও।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শহরে মোতায়েন রয়েছে। তবে আন্দোলনে সংহতির হাত বাড়ানোয় বিক্ষোভকারীরা নতুন করে সাহস পাচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
সূত্র : বিবিসি, রয়টার্স
আরও পড়ুন:








