ভেনেজুয়েলায় যে কোনো সময় সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন শঙ্কা দেখা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের পর।
স্থানীয় সময় শুক্রবার একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ভেনেজুয়েলার মাদকচক্র ও তাদের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড দমনে এই সামরিক প্রস্তুতি নেয়া হয়েছে। মার্কিন সূত্র জানায়, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান মোতায়েন করা হচ্ছে, যেগুলো মাদক-জঙ্গি চক্রের বিরুদ্ধে ব্যবহৃত হবে।
এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে জোরপূর্বক উৎখাতের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করতে হবে। আমরা শান্তি চাই, যুদ্ধ নয়।’
মাদুরো আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতবিরোধ নেই যা সামরিক সংঘাতে রূপ নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় সংলাপ ও আলোচনার পক্ষে।’
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তার সরকার ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কথা বলেনি, তবে দেশটির অদ্ভুত নির্বাচন নিয়ে উদ্বেগ রয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে নিকোলাস মাদুরো পুনরায় ক্ষমতায় আসেন, যার বৈধতা পশ্চিমা দেশগুলোর অনেকে স্বীকার করেনি।
আরও পড়ুন:








