সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জাপানি গাড়ির আমদানি শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৪

শেয়ার

জাপানি গাড়ির আমদানি শুল্ক কমালো যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

জাপানি গাড়ির ওপর আমদানি শুল্ক ২৭ দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এতে জাপানের টয়োটা, হোন্ডা ও নিসানের মতো বড় অটোমোবাইল কোম্পানিগুলোর জন্য অনিশ্চয়তা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

এই পদক্ষেপের অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে রাজি হয়েছে। পাশাপাশি, নিজেদের বাজার ধীরে ধীরে মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে টোকিও। বিনিময়ে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া জাপানি গাড়ি ও ওষুধসহ অধিকাংশ পণ্যের ওপর এখন থেকে ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ হবে।

উল্লেখযোগ্যভাবে, জাপানের অর্থনীতি রপ্তানিনির্ভর, এবং গাড়ি খাত দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ। শুল্ক কমানোর এই সিদ্ধান্ত দীর্ঘ আলোচনার পর কার্যকর হলো, যা প্রথম ঘোষণা করা হয়েছিলো চলতি বছরের জুলাইয়ে।

ট্রাম্পের আগের শুল্ক নীতির প্রভাবে বাজারে অস্থিরতা তৈরি হয়েছিলো। গত মাসে টয়োটা সতর্ক করেছিলো, মার্কিন শুল্কের কারণে এ বছর তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য সম্পর্কে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।



banner close
banner close