ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইউক্রেনে অস্ত্রবিরতির পরপরই ২৬টি পশ্চিমা মিত্রদেশ সেনা পাঠাতে প্রস্তুত। ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ নামে একটি বৈঠকে এই প্রতিশ্রুতি এসেছে, যেখানে ৩৫টি দেশ অংশ নেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
ম্যাক্রোঁ বলেন, এই উদ্যোগের মাধ্যমে স্থল, নৌ এবং আকাশপথে সেনা সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, এবং যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সমর্থনও শিগগিরই পাওয়া যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের সহায়তা মূলত আকাশ প্রতিরক্ষার দিকে কেন্দ্রীভূত হতে পারে।
তবে ইউক্রেনে সরাসরি সেনা পাঠানোর বিষয়টি নিয়ে এখনো অনেক দেশ প্রকাশ্যে কিছু বলছে না। যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, তারা স্থল সেনা পাঠাবে না। ইউরোপীয় কূটনীতিকদের মতে, এখনই সেনা মোতায়েনের ঘোষণা পুতিনের প্রচারণাকে উসকে দিতে পারে।
রাশিয়া বলেছে, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না এবং রাশিয়াকেই অস্ত্রবিরতির গ্যারান্টার হতে হবে, যা কিয়েভ প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে, ফ্রান্স অভিযোগ করেছে, আলোচনার মাঝেও রাশিয়া উত্তর ইউক্রেনে নতুন করে হামলা চালাচ্ছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, অস্ত্রবিরতি নিশ্চিত করাই হবে পরবর্তী শীর্ষ বৈঠকের প্রধান লক্ষ্য। এর পরে আসবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা।
আরও পড়ুন:








