রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন শান্তিচুক্তিতে রাজি না হলে রাশিয়া সামরিকভাবে নিজের সব লক্ষ্য অর্জন করবে। চীনে এক সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। যদিও আলোচনা বাতিল করেননি, তবে তার কার্যকারিতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে শান্তিপূর্ণ সমাধানে রাজি করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে যুক্তরাজ্য ও মিত্ররা রাশিয়ার ওপর আরও চাপ দিতে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়াতে প্রস্তুত।
পুতিন স্পষ্ট জানান, দনবাস রাশিয়া ছাড়বে না, ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না এবং রুশভাষীদের বৈষম্য বন্ধ করতে হবে। তিনি বলেন, টানেলের শেষে আলো দেখা যাচ্ছে, তবে না মানলে সামরিক পথেই এগোবে রাশিয়া।
এদিকে, যুদ্ধবিরতির উদ্যোগ নিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইউক্রেনের মিত্রদের নিয়ে একটি বৈঠক আহ্বান করেছেন।
আরও পড়ুন:








