ছবি: সংগৃহীত
কঠোর অভিবাসন নীতি, শুল্কযুদ্ধ ও ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটকের সংখ্যা ক্রমেই কমছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটন ব্যয় নেমে আসবে ১৬৯ বিলিয়ন ডলারের নিচে, যা আগের বছরের তুলনায় কম।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে বিদেশি আগমন কমেছে তিন শতাংশ। কানাডা থেকে পর্যটক আগমন এক-চতুর্থাংশ কমেছে, তবে মেক্সিকো থেকে বেড়েছে। ইউরোপ, ভারত ও চীন থেকে ভ্রমণকারীর সংখ্যা হ্রাস পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কঠোর নীতি, ভিসা ফি বৃদ্ধি ও ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রকে বিদেশিদের কাছে কম আকর্ষণীয় করে তুলছে।
আরও পড়ুন:








