রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়িয়েছে, আহত আড়াই হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২১

শেয়ার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়িয়েছে, আহত আড়াই হাজার
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ,৫০০ জন। দেশটির কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেছে আফগান কর্তৃপক্ষ।

রোববার গভীর রাতে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আসা ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শিশু, নারী প্রবীণরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং সময়মতো সাহায্য না পেলে প্রাণহানি আরও বাড়তে পারে।

ভূমিকম্পের ঘটনায় সোমবার এক সংবাদ সম্মেলনে আফগান সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, "উদ্ধার তৎপরতা চলছে। আহতদের চিকিৎসার জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।"

এদিকে জাতিসংঘ এক বিবৃতিতে আফগানিস্তানের এই দুর্যোগে সহমর্মিতা প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। সংস্থাটি জরুরি ভিত্তিতে সহায়তা কার্যক্রম শুরু করার প্রস্তুতির কথাও জানিয়েছে।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ কর্তৃক প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, কুনারের মাজার ভ্যালি অঞ্চলে বাড়িঘর ধসে পড়েছে, রাস্তা বন্ধ হয়ে গেছে এবং অসংখ্য মানুষ সাহায্যের অপেক্ষায় রয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, "বাইরের সহায়তা ছাড়া আমাদের পক্ষে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা সম্ভব নয়। সবকিছু ধ্বংস হয়ে গেছে।"



banner close
banner close