যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা সেবা বাতিল করেছে বর্তমান ট্রাম্প প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়াই করেন কমলা হ্যারিস। তবে নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ব্যবধানে পরাজিত হন।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারীরা পদত্যাগ বা মেয়াদ শেষে ছয় মাস রাষ্ট্রীয় নিরাপত্তা সেবা পান। তবে বাইডেন হোয়াইট হাউজ ছাড়ার আগে প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বলে কমালার নিরাপত্তার মেয়াদ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেন।
সেই সিদ্ধান্ত শুক্রবার বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। কমলাকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, আগামী এক সেপ্টেম্বর থেকে তিনি আর রাষ্ট্রীয় নিরাপত্তা পাবেন না।
কমালার জ্যেষ্ঠ উপদেষ্টা ক্রিস্টেন অ্যালেন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট হ্যারিস যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর প্রতি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং তিনি তাদের প্রতি কৃতজ্ঞ।’
এ ঘটনায় কংগ্রেসের ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডায় প্রতিশোধই মুখ্য, এ সিদ্ধান্ত সেই বিষয়টিই আবারও স্পষ্ট করলো।’
আরও পড়ুন:








