রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টনি ব্লেয়ার-ট্রাম্প বৈঠকে গাজা যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ০৯:৫১

শেয়ার

টনি ব্লেয়ার-ট্রাম্প বৈঠকে গাজা যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা
ছবি: সংগৃহীত

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সম্প্রতি ওয়াশিংটনের হোয়াইট হাউজে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে গাজা যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ শেষ হওয়ার পরের সময়ের জন্য একটি খুব বিস্তৃত পরিকল্পনা তৈরি করছে। যদিও বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এতে ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্যভাবে, ২০০৭ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর টনি ব্লেয়ার মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক দূত হিসেবে কাজ করেছিলেন এবং ফিলিস্তিনে অর্থনৈতিক উন্নয়ন ও দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে ভূমিকা রাখেন।

এই বৈঠক এমন সময়ে হয়েছে, যখন গাজা সিটিতে ইসরায়েলি সেনাদের হামলা তীব্র হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ট্যাংক প্রবেশ করেছে, বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং হাজারো মানুষ আবারও বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ ইতোমধ্যে গাজা সিটিতে দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে এবং নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য (যুক্তরাষ্ট্র ছাড়া) একে মানবসৃষ্ট সংকট হিসেবে আখ্যা দিয়েছেন।

স্টিভ উইটকফ মনে করেন, গাজার যুদ্ধ আগামী চার মাসের মধ্যে শেষ হতে পারে এবং প্রেসিডেন্ট ট্রাম্প চান এই অঞ্চলে শান্তি ও উন্নয়ন ফিরে আসুক। তবে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন, গাজার জনগণকে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসন করে অঞ্চলটিকে "মধ্যপ্রাচ্যের রিভিয়েরা" রূপে গড়ে তোলার সুযোগ রয়েছে।

এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর জানিয়েছেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কোনো পরিকল্পনা নেই, যা এ সংকটের রাজনৈতিক সমাধান নিয়ে প্রশ্ন তুলছে।



banner close
banner close