রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গাজাবাসীর জন্য বৃহস্পতিবার রোজা থাকবেন বিশ্বের ১৫০ আলেম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ২২:৫৯

শেয়ার

গাজাবাসীর জন্য বৃহস্পতিবার রোজা থাকবেন বিশ্বের ১৫০ আলেম
ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জন্য কাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) রোজা রাখবেন বিশ্বের ৫০টি দেশের ১৫০ জন আলেম। এছাড়া রোজা রাখার সুন্নতকে পুনর্জীবিত করার জন্যও এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার।

সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ড. আলী আল-কারদাঘি বলেছেন, ৫০ দেশের ১৫০ জন আলেম সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা তুরস্কে একটি সম্মেলনের জন্য জড়ো হয়েছেন।

আলী আল-কারদাঘি বলেছেন, ১৫০ জনের সবাই ২৮ আগস্ট রোজা রাখবেন। এই আলেম উল্লেখ করেছেন, গাজার মানুষকে দখলদাররা ইচ্ছাকৃতভাবে অভুক্ত, তৃষ্ণার্ত রেখেছে। তাদের কারণে গাজার মানুষ আজ ক্ষুধার্থ থাকছে। রোজা রাখার মাধ্যমে গাজার মানুষের প্রতি সংহতি জানানো হবে বলে জানান তিনি।

গত ২২ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম বিশ্বের পণ্ডিত ও আলেমদের নিয়ে সম্মেলন শুরু হয়। এটির মূল্য উদ্দেশ্য গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং সেখানে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা। সম্মেলনটি আগামী ২৯ আগস্ট শেষ হবে।

সম্মেলন থেকে বিভিন্ন আহ্বান ও দাবি জানানো হয়েছে

যুদ্ধবিরতির আহ্বান: অবিলম্বে গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো আবেদন জানানো হয়েছে।

মানবিক সাহায্য: গাজায় পর্যাপ্ত খাদ্য, পানীয়, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছানোর জন্য মানবিক করিডোর খুলে দেওয়ার দাবি করা হয়েছে।

সংহতি ও ঐক্য: মুসলিম উম্মাহকে গাজার জনগণের পাশে থাকার জন্য ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানো হয়েছে।

আইনি পদক্ষেপ: ইসরায়েলের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অধীনে বিচারের মুখোমুখি করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।



banner close
banner close