রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

যুক্তরাজ্যের আইল অব ওয়াইটে হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১৯:২৭

শেয়ার

যুক্তরাজ্যের আইল অব ওয়াইটে হেলিকপ্টার বিধ্বস্ত
ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটের দিকে ভেন্টনরের কাছাকাছি শ্যাঙ্কলিন রোডের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে একজন চিকিৎসক ও বিশেষজ্ঞ প্যারামেডিকসহ একটি চিকিৎসা দল পাঠানো হয়েছে। তবে হেলিকপ্টারে ঠিক কতজন আরোহী ছিলেন এবং কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণও প্রাথমিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী লেই গোল্ডস্মিথ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, শ্যাঙ্কলিনের দিকে গাড়ি চালানোর সময় তিনি হেলিকপ্টারটিকে নিয়ন্ত্রণ হারাতে দেখেন এবং পরে তা বিধ্বস্ত হয়। তিনি দাবি করেন, ঘটনাস্থলে পৌঁছানো প্রথম ব্যক্তি হিসেবে বিমানে চারজন আরোহীকে দেখেছেন।



banner close
banner close