শুল্কসহ বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই নিজের অন্যতম ঘনিষ্ঠজন সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, “সার্জিও আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। বহু বছর ধরে তিনি আমার পাশে রয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় তিনি আমার জন্য কাজ করেছেন, আমার সর্বাধিক বিক্রিত বইগুলো প্রকাশ করেছেন এবং সফলভাবে রিপাবলিকান পার্টির বৃহত্তম রাজনৈতিক অ্যাকশন কমিটির নেতৃত্ব দিয়েছেন। তাই আমি তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করছি।”
বর্তমানে গোর হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল কর্মী বিভাগের পরিচালক এবং ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। তাকে মনোনীত করার কারণ হিসেবে ট্রাম্প বলেন, “ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। সেখানে রাষ্ট্রদূত হিসেবে অবশ্যই এমন কাউকেই চাই, যার ওপর আমি আমার এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরোপুরি নির্ভর করতে পারি। আমার সেই এজেন্ডা হলো ‘আমেরিকাকে ফের মহান করে তোলা’।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ট্রাম্পের পোস্ট শেয়ার করে সার্জিও গোর ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “ভারতে যুক্তরাষ্ট্রকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ পেয়ে আমি গর্বিত। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে মনোনীত করায় এটি আমার জীবনের অন্যতম বড় সম্মান।”
উল্লেখ্য, গত মে মাসে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করেছিলেন ট্রাম্প। পাকিস্তান এ জন্য তাকে প্রশংসা করলেও ভারত এখনও এ ভূমিকার স্বীকৃতি দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে গত জুলাই মাসে ট্রাম্প ভারতীয় রপ্তানির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট রপ্তানি শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে। এ শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
প্রতি বছর যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কৃষি ও দুগ্ধজাত পণ্য রপ্তানি করে ভারত। দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৯০০ কোটি ডলার। কিন্তু উচ্চ শুল্ক আরোপের ফলে ভারতের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছে।
আগামী ২৫ থেকে ২৯ আগস্ট শুল্ক ও অন্যান্য ইস্যু নিয়ে ভারত-মার্কিন বৈঠকের কথা থাকলেও ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে সেটি বাতিল করে। বৈঠক বাতিলের কয়েক ঘণ্টার মধ্যেই সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার ঘোষণা দেন ট্রাম্প।
আরও পড়ুন:








