মালয়েশিয়ার কুয়ানতান বিমানঘাঁটিতে একটি এফ/এ-১৮ডি হর্নেট যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। উড্ডয়নের সময় হঠাৎ আগুন ধরে বিস্ফোরণ ঘটে।
রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে পাহাংয়ের সুলতান হাজী আহমেদ শাহ বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহৃত হয়।
রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স জানিয়েছে, তারা জরুরি ব্যবস্থা নিয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে আপডেট তথ্য জানানো হবে। পাশাপাশি জনসাধারণকে গুজব বা অযাচাইকৃত তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে।
নিউ স্ট্রেইটস টাইমস জানায়, বিমানের ককপিটে থাকা দুজন পাইলটই নিরাপদে বেরিয়ে এসেছেন। তাদের হাসপাতালে প্রাথমিক চেকআপের জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাহাং পুলিশ প্রধান ইয়াহায়া ওথমান।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়, এরপর ঘটে বিকট বিস্ফোরণ।
রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্সের বহরে বর্তমানে আটটি এফ/এ-১৮ডি হর্নেট আছে, যা ১৯৯৭ সালে যুক্ত হয়।
আরও পড়ুন:








