রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা আলোচনা থেকে মস্কোকে বাদ দিলে সমাধান সম্ভব নয়: রাশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ০৯:৩৮

শেয়ার

ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা আলোচনা থেকে মস্কোকে বাদ দিলে সমাধান সম্ভব নয়: রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনায় রাশিয়াকে রাখতে হবে। এমন মন্তব্যই করেছে মস্কো। দেশটি বলেছে, ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াকে বাদ দিলে কোনও সমাধান পাওয়া যাবে না।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রাশিয়া সতর্ক করে জানিয়েছে, ইউক্রেনকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে মস্কোকে বাদ দিয়ে সমাধানের চেষ্টা করা হলে সেটি কোনো সমাধানের দিকে নিয়ে যাবে না। ইউরোপীয় নেতারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়ার বিষয়টি আলোচনা করার কয়েক দিনের মধ্যেই এ মন্তব্য করলো মস্কো।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেন, ‘এখন সম্মিলিত নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে, অথচ রাশিয়াকে বাদ দিয়ে সমাধান খোঁজা হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। এভাবে হবে না।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যে রাশিয়াকে বাদ দিয়ে নিরাপত্তা ইস্যুতে গুরুত্বের সঙ্গে আলোচনা করা নিছক ইউটোপিয়া, এটি অচল রাস্তা।’

ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের দুই দিন পর এবং আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের অল্প কিছুদিন পর ল্যাভরভ এই মন্তব্য করলেন।

ট্রাম্প চেষ্টা করছেন পুতিন ও জেলেনস্কিকে এক টেবিলে বসিয়ে সমঝোতায় আনতে, যদিও রাশিয়ার হামলার তিন বছরের বেশি সময় পরও বড় ধরনের অচলাবস্থা রয়ে গেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুতিন-জেলেনস্কি বৈঠক হলে সেটি অবশ্যই সতর্ক ও সুক্ষ্ম প্রস্তুতির মাধ্যমে আয়োজন করতে হবে, যাতে পরিস্থিতি আরও খারাপ হয়ে না যায়।’



banner close
banner close