রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ছেলের মা হলেন ম্যানহাটনে গুলিতে নিহত দিদারুলের স্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫ ০৬:১০

শেয়ার

ছেলের মা হলেন ম্যানহাটনে গুলিতে নিহত দিদারুলের স্ত্রী
ছেলের মা হলেন ম্যানহাটনে গুলিতে নিহত দিদারুলের স্ত্রী

গত রোববার ছেলে সন্তানের মা হয়েছেন মিডটাউন ম্যানহাটনের অফিস ভবনে গত মাসের শেষের দিকে বন্দুক হামলায় নিহত নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির কর্মকর্তা দিদারুলের ইসলামের স্ত্রী।

সোমবার (১৮ আগস্ট) আইউইটনেস নিউজ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৩৪৫ পার্ক অ্যাভিনিউর ভবনটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত চারজনের একজন ছিলেন দিদারুল। বন্দুক হামলার সময় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তার স্ত্রী। দম্পতির আরও দুই সন্তান আছে।

নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানান, দিদারুলের স্ত্রীর প্রসব বেদনার সময় হাসপাতালে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

অ্যাডামস জানান, এনওয়াইপিডির প্রয়াত ডিটেকটিভ দিদারুলের পরিবারের পাশে সবসময় থাকবে সিটি কর্তৃপক্ষ। তারা মহান নগর নিউইয়র্ক পরিবারের সদস্য।

বাংলাদেশে জন্ম নেওয়া দিদারুল এনওয়াইপিডির ৪৭তম প্রেসিংকটে কাজ করতেন। তিনি বাহিনীতে সাড়ে তিন বছর কাজ করেছেন।

এনওয়াইপিডির প্রথম বাংলাদেশি কর্মকর্তা হিসেবে চাকরিকালে প্রাণ হারান দিদারুল। তাকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয়।

এর আগে সোমবার (২৮ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউর একটি বাণিজ্যিক ভবনে এই হামলার ঘটনা ঘটে। এসময় বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুলসহ পাঁচজন নিহত হন। পরে বন্দুকধারী আত্মহত্যা করেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, হামলাকারীর নাম শেন ডেভন তামুরা (২৭) তিনি একটি আধুনিক এম৪ রাইফেল বুলেটপ্রুফ ভেস্ট পরে হামলা চালান। সময়



banner close
banner close