রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে লাখো যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১৮:২৬

আপডেট: ১৬ আগস্ট, ২০২৫ ১৯:০৯

শেয়ার

ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে লাখো যাত্রী
ছবি সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে কেবিন ক্রুদের ধর্মঘটে বিশ্বজুড়ে যাত্রী পরিবহনে ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছে কানাডার বিমান সংস্থা এয়ার কানাডা। ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটের কারণে এই বিমান সংস্থার যাত্রী পরিসেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর ফলে দৈনিক এক লাখ ৩০ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেনডেন্টরা শনিবার ধর্মঘট শুরু করেছেন। একই সঙ্গে এয়ারলাইনটি তাদের সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।

এয়ার কানাডার ১০ হাজার ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বর্তমানে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট পালন করছি।’

বিশ্বের ১৮০টি শহরে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ার কানাডা বলেছে, কর্মীদের ধর্মঘটের কারণে এয়ার কানাডার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

দেশটির এই এয়ারলাইন বলেছে, এই ঘটনায় ভুক্তভোগী যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ধর্মঘটের কারণে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, সে জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।

এর আগে, বুধবার এয়ার কানাডার কর্মীদের ৭২ ঘণ্টার ধর্মঘটে যাওয়ার ডাক দেয় কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ। শ্রমিকদের সম্ভাব্য এই আন্দোলন ঘিরে এয়ার কানাডা কর্তৃপক্ষ ধীরে ধীরে তাদের কার্যক্রম সীমিত করার পদক্ষেপ নেয়।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এয়ার কানাডার এক বিবৃতিতে বলা হয়, কর্মীদের ধর্মঘটের কারণে বিশ্বের বিভিন্ন রুটে চলাচলকারী ৬২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে এক লাখের বেশি যাত্রীর ভ্রমণসেবা ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পরে শনিবারের জন্য নির্ধারিত ৭০০টি দৈনিক ফ্লাইটের শিডিউলও বাতিল করেছে সংস্থাটি।



banner close
banner close