মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে আলাস্কায় পৌঁছার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। রুশ বিমান থেকে নেমে লাল কার্পেট দিয়ে হেঁটে অপেক্ষারত ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন পুতিন। এ সময় হাস্যোজ্জ্বল ছিলেন দুই নেতা। এরপরই তারা একসঙ্গে হাঁটতে শুরু করেন।
ঠিক সে সময় বিকট গর্জনে কেঁপে উঠলো আকাশ-বাতাস। হঠাৎ দাঁড়িয়ে গেলেন রুশ প্রেসিডেন্ট। এরপর তাকালেন আকাশের দিকে। বিশ্বের অন্যতম পরাশক্তি রাষ্ট্রের একজন প্রেসিডেন্টের হঠাৎ করে বিচলিত হয়ে থমকে যাওয়া সেভাবে দেখা যায়নি কখনো।
বিশেষ করে ঠান্ডা মস্তিষ্কের নেতা হিসেবে পরিচিত পুতিনের এমন আচরণ তেমন চোখে পড়েনি এর আগে। যদিও এরপরই ট্রাম্প পুতিনের কাছে গিয়ে হাসিমুখে কিছু বললেন। এরপর আবার স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করেন রুশ প্রেসিডেন্ট।
অন ক্যামেরায় ধরা পড়া এই ঘটনার পর বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। কারণ, আলাস্কার আকাশে ওই সময় উড়ছিল ভয়ংকর ও রহস্যময় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বি-২ বোমারু বিমানের বহর, যেটি সর্বশেষ ইরানের পারমাণবিক স্থাপনা ও বাঙ্কার ধ্বংসে ব্যবহার হয়েছিল। এরপরই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় আসে ব্যয়বহুল এই সমরযানটি। বি-২ যুদ্ধবিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করতে এবং কঠিন লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম।
২২ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন জয়েন্ট বেসে মঞ্চের দিকে লাল গালিচা বেয়ে হেঁটে যাচ্ছেন পুতিন-ট্রাম্প, ঠিক তখনই বি-২ বোমারু বিমান এবং যুদ্ধবিমান তাদের ওপর দিয়ে উড়ে যায়। বোমারু বিমানটির গর্জনে থমকে গিয়ে ওপরের দিকে তাকাতে থাকেন পুতিন। মূলত তাকে সংবর্ধনা দিতেই এমন উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:








