বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

কুয়েতে ১০ প্রবাসী শ্রমিকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৭:৩০

শেয়ার

কুয়েতে ১০ প্রবাসী শ্রমিকের রহস্যজনক মৃত্যু
ছবি সংগৃহীত

কুয়েতের আহমেদি গভর্নরেট এলাকায় পৃথক পৃথক ১০টি ঘটনায় ১০ জন প্রবাসী শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া গেছে। এসব মৃত্যুর কারণ জানা যায়নি। ফলে এ নিয়ে রহস্য তৈরি হয়েছে।

তবে নিরাপত্তা সূত্র মতে, প্রাথমিক তদন্তে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব মৃত্যু তদন্ত করছে। এতে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

১০ জন প্রবাসী শ্রমিকের প্রত্যেকেই আহমেদি গভর্নরেট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নকল বা অবৈধভাবে প্রস্তুতকৃত অ্যালকোহল সেবনের ফলে মারাত্মক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি মৃত্যুর পেছনের কারণ ও সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় অবৈধ অ্যালকোহল উৎপাদন বা পাচারের সঙ্গে কোনো চক্র জড়িত কি না, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে কিন্তু অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে নেপালির পাশাপাশি কয়েকজন মালয়ালি ও তামিল থাকতে পারে।



banner close
banner close