পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহ এই পরিষেবা বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
ভৌগোলিক আয়তনে পাকিস্তানের বৃহত্তম হলেও বেলুচিস্তান সবচেয়ে জনবিরল, অনুন্নত ও দারিদ্র্যপীড়িত প্রদেশ। ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তনের এই অঞ্চলের জনসংখ্যা প্রায় দেড় কোটি, যেখানে পুরো পাকিস্তানের মোট জনসংখ্যা ২৪ কোটি। এ অঞ্চলে প্রায়ই সহিংসতা ঘটে।
১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই বেলুচিস্তানে স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে, যা পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনী বিচ্ছিন্নতাবাদ হিসেবে আখ্যা দেয়। প্রদেশটিতে সেনা ও পুলিশের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ নিয়মিত ঘটনা।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের কাছে খনিজ সম্পদ বিক্রি থেকে প্রাপ্ত আয়ের অংশ দাবি করে। দাবি পূরণ না হওয়ায় সম্প্রতি তারা প্রদেশজুড়ে সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে।
সর্বশেষ গত মঙ্গলবার এক বোমা হামলায় একজন সেনা কর্মকর্তা ও দু’জন সেনা নিহত হন। প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ঘটনার পরই বেলুচিস্তানে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন:








