শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত: দুই মন্ত্রীসহ আটজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ০৮:৩৩

আপডেট: ৭ আগস্ট, ২০২৫ ০৮:৪৪

শেয়ার

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত: দুই মন্ত্রীসহ আটজনের মৃত্যু
ছবি সংগৃহীত

আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ। খবর আলজাজিরার।

সরকার জানিয়েছে, বিমানবাহিনীর ওই হেলিকপ্টারটি রাজধানী আক্রা থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর ওবুয়াসি শহরের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে জানা যায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং তাতে থাকা পাঁচ যাত্রী ও তিন ক্রুসহ মোট আটজনই নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন ঘানার প্রতিরক্ষা মন্ত্রী ড. এডওয়ার্ড ওমানে বোআমাহ, পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তা বিভাগের উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের সহ-সভাপতি স্যামুয়েল সারপং।

চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ এক বিবৃতিতে বলেন, “নিহত সৈনিক ও কর্মকর্তারা জাতির সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। রাষ্ট্র তাদের এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।” তিনি জানান, নিহতদের স্মরণে দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং প্রেসিডেন্ট মাহামা এদিনের সব সরকারি কর্মসূচি বাতিল করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। পরে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ২০১২-২০১৭ মেয়াদে যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক সময়ে তিনি বুরকিনা ফাসো, মালি ও নাইজারের সঙ্গে ঘানার কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিগগিরই তাঁর লেখা বই “A Peaceful Man in an African Democracy” প্রকাশিত হওয়ার কথা ছিল, যেখানে তিনি প্রয়াত প্রেসিডেন্ট জন আত্তা মিলসের জীবন ও রাজনীতিকে তুলে ধরেছেন।

সরকারি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



banner close
banner close