শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

গাজা পুরোপুরি দখলে নিতে চান নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১২:০৭

শেয়ার

গাজা পুরোপুরি দখলে নিতে চান নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি পুনর্দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। নিরাপত্তা ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব তুলবেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা বলেন, ‘নির্ধারিত হয়ে গেছে, আমরা গাজা পুরোপুরি দখল করবো এবং হামাসকে পরাজিত করব।’

তবে ইসরায়েলি সেনাবাহিনীপ্রধান ও অন্য সামরিক কর্মকর্তারা এই পরিকল্পনার বিরোধিতা করছেন এমন খবরে ওই কর্মকর্তা বলেন, ‘সেনাপ্রধানের যদি এটা পছন্দ না হয়, তাহলে তার পদত্যাগ করা উচিত।’

এদিকে এই প্রস্তাব ঘিরে গাজায় আটক থাকা বন্দিদের পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, মোট ৫০ জনের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন ইসরায়েলির মধ্যে তিনজনই চায়, একটি যুদ্ধবিরতি চুক্তি হোক যাতে বন্দিদের মুক্ত করা সম্ভব হয়।

এ ছাড়া ইসরায়েলের ঘনিষ্ঠ বহু মিত্রদেশও গাজা দখলের এমন পদক্ষেপের বিরোধিতা করতে পারে, কারণ তারা যুদ্ধ বন্ধের পাশাপাশি মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে।

ইসরায়েলের ভেতরেও এই পরিকল্পনার বিরোধিতা রয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরাসহ শতাধিক সাবেক নিরাপত্তা কর্মকর্তা নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।



banner close
banner close