শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

অ্যারিজোনায় মেডিকেল বিমান বিধ্বস্ত: নিহত ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১১:১৭

শেয়ার

অ্যারিজোনায় মেডিকেল বিমান বিধ্বস্ত: নিহত ৪
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার নাভাজো নেশন এলাকায় একটি ছোট মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় বিমানে থাকা চারজন—দুজন পাইলট ও দুজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও সিএসআই এভিয়েশনের বরাত দিয়ে জানানো হয়, বিচক্রাফ্ট কিং এয়ার ৩০০ মডেলের বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে উড্ডয়ন করেছিল। গন্তব্য ছিল চিনলির ফেডারেল ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল, যেখান থেকে একজন রোগী নিয়ে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ৪৪ মিনিটে বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া দেখা যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ খবর পায়। পুলিশ কমান্ডার এমেট ইয়াজি জানান, অবতরণের সময় কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যা দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাভাজো ডিপার্টমেন্ট অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরিচালক শ্যারেন স্যান্ডোভাল বলেন, দুর্ঘটনার সময় বিমানটি চিনলি বিমানবন্দরের কাছে ছিল। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এবং এফএএ।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ইউএসএ টুডে।



banner close
banner close