মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ০৮:০০

শেয়ার

ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি সংগৃহীত

ভারতের বিরুদ্ধে আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর এই পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই শুল্কের হার ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প।

মঙ্গলবার (৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা আমাদের সঙ্গে ব্যাপকভাবে ব্যবসা করে, অথচ আমরা তাদের সঙ্গে তেমন বাণিজ্য করতে পারি না। এজন্য আমরা ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি সেটি আরও বাড়াতে যাচ্ছি, কারণ তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।”

এর আগের দিন, সোমবার (৪ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, রাশিয়ার তেল কেনার দায়ে ভারতের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। সেই শুল্কভার ভারতেরই বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, গত ৩১ জুলাই ট্রাম্প একটি নির্বাহী আদেশে ভারতসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। ওই আদেশে ভারতের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণ করা হয়। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানির কারণে অতিরিক্ত জরিমানা আরোপের কথাও বলা হয়। তবে কী পরিমাণ জরিমানা আরোপ করা হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। শুল্ক কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ ৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া থেকে ব্যাপক হারে তেল আমদানি করছে ভারত। এ বিষয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের আপত্তি থাকলেও, ব্লুমবার্গের এক সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের চাপ সত্ত্বেও নয়াদিল্লি দেশটির তেল শোধনাগারগুলোকে রাশিয়ার আমদানিতে কোনো বাধা দেয়নি।



banner close
banner close