মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ২৮ শিশু: যুদ্ধবিরতির আহ্বান ইউনিসেফের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ০৭:৪৭

শেয়ার

গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ২৮ শিশু: যুদ্ধবিরতির আহ্বান ইউনিসেফের
ছবি সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশুদের ওপর চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, গাজায় প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হচ্ছে—যা একটি পূর্ণ শ্রেণিকক্ষের শিশু সংখ্যার সমান।

এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, "গাজার শিশুদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন যুদ্ধবিরতি। পাশাপাশি জরুরি ভিত্তিতে তাদের জন্য খাবার, পানি, ওষুধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"

গাজায় খাদ্যের সন্ধানে রাস্তায় নামা এখন জীবন ঝুঁকির শামিল। মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর দিকে ছুটে যাওয়া অনেক ফিলিস্তিনি আর কখনও ফিরে আসেননি। তাদের পরিবার এখনো প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায়, কিন্তু সেই প্রতীক্ষার কোনো শেষ নেই।

গাজায় শিশুদের জীবন রক্ষায় অবিলম্বে যুদ্ধবিরতির ডাক দিয়েছে ইউনিসেফ।

সূত্র: আল জাজিরা



banner close
banner close